আল-ক্বদির, মুক্ব্তাদির, কাদের: আল্লাহ সর্বশক্তিমান-শক্তিশালী

আল্লাহ সর্বশক্তিমান, পূর্ণ ও স্বয়ংক্রিয় শক্তির অধিকারী, শক্তিশালী।

আল্লাহ সর্বশক্তিমান, পূর্ণ ও স্বয়ংক্রিয় শক্তির অধিকারী, শক্তিশালী।

নিশ্চয় তিনি আল্লাহ সর্বশক্তিমান, পূর্ণ ও স্বয়ংক্রিয় শক্তির অধিকারী, শক্তিশালী। {নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।}[সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ২৮৪]

{যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।}[সূরা: আল-ক্বমার, আয়াত: ৫৫]

{আপনি বলুন: তিনিই শক্তিমান।}[সূরা: আল-আন’আম, আয়াত: ৬৫]

তিনি পূর্ণ ক্ষমতাবান। তিনি পূর্ণ শক্তির অধিকারী। আপন শক্তিতে বিদ্যমান। সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সেই শক্তিতেই তিনি এগুলো পরিচালনা করেন, দুরস্ত করেন, সুদৃঢ় করেন, জীবন দান করেন, মৃত্যু ঘটান। এবং প্রতিদানের জন্য বান্দাদের পুনরুত্থান ঘটাবেন। ভালো লোককে ভালো, মন্দকে মন্দ প্রতিদান দিবেন। যিনি এমন সত্তা যদি কোন কিছু করতে চান তাহলে 'কুন(হযে যাও)' বলেন, ফলে তা হয়ে যায়। আপন শক্তিবলেই তিনি অন্তরসমূহে পরির্তন ঘটান এবং যেদিকে চান সেদিকে ফিরান, যা ইচ্ছা করেন।

তিনি পূর্ণ ও স্বয়ংক্রিয় শক্তির অধিকারী।

সুদৃঢ় শক্তির অধিকারী, আপন ইচ্ছা ও উপকরণের উপর পূর্ণ ও স্বয়ংক্রিয় শক্তির মালিক।

তিনি শক্তিশালী।

পূর্ণশক্তির অধিকারী। তিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান, সকল বস্তু সৃষ্টি করেছেন, তাদের পরিচালনা করেন এবং সুদৃঢ় করেন।

তিনি শক্তিশালী।

তিনি পূনরুত্থিত করবেন, আপন শক্তিতে প্রতিদান দিবেন। আপন শক্তিবলেই তিনি অন্তরসমূহে ইচ্ছামাফিক পরিবর্তন ঘটান।

তিনি শক্তিশালী।

তিনি পরিপূর্ণ শক্তির অধিকারী। এই পূর্ণতায় অক্ষমতা বা অসম্পূর্ণতার লেশমাত্র নেই।

তিনি শক্তিশালী।

তিনি যেভাবে চান, যা দ্বারা চান আপন সৃষ্টিকুলকে পরিচালনা করেন। এটি তাঁর শক্তি ও আয়ত্বের পূর্ণতার প্রমাণ।

নিশ্চয় তিনি আল্লাহ সর্বশক্তিমান, পূর্ণ ও স্বয়ংক্রিয় শক্তির অধিকারী, শক্তিশালী।



Tags: