আল-ওয়াদুদ: আল্লাহ স্নেহশীল

আল্লাহ স্নেহশীল।

আল্লাহ স্নেহশীল।

নিশ্চয়ই তিনি আল্লাহ, তিনি স্নেহশীল। {তিনি ক্ষমাশীল, প্রেমময়।}[সূরা: বুরুজ, আয়াত: ১৪]

আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে স্নেহশীল, তিনি তাদের স্নেহ করেন, নিকটবর্তী করেন। তিনি তাদের উপর সন্তুষ্ট হন এবং তাদেরকেও তাঁর প্রতি সন্তষ্ট করেন। {যাদেরকে তিনি ভালবাসবেন এবং তারা তাঁকে ভালবাসবে।}
[সূরা: মায়িদাহ, আয়াত: ৫৪]

আল্লাহ তাদের প্রতি মানুষের মনে ভালবাসা সৃষ্টি করেন, অতপর মানুষ তাদেরকে ভালবাসতে শুরু করে। মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়।

তিনি প্রেমময়।

তিনি বান্দার নিকটবর্তী, স্নেহশীল ও বান্দার কল্যাণের ব্যাপারে তিনি মমতাময়ী।

তিনি স্নেহশীল।

তাঁর বান্দারা তাঁকে ভালোবাসে এবং তাঁর সাক্ষাতের ব্যাপারে সর্বদা আগ্রহী থাকে। হাদীসে এসেছে: «যে আল্লাহর সাক্ষাৎপ্রার্থী, আল্লাহ তা'আলাও তার সাক্ষাৎ পছন্দ করেন।» (-বোখারী।)

তিনি স্নেহশীল।

তিনি আপনার অন্তরকে ঘৃণা ও ক্রোধ থেকে পরিশুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। আর স্নেহ ভালবাসার পানি দ্বারা বিদ্বেষের ময়লা ধৌত করার আদেশ করেছেন এবং হৃদ্যতা ও বন্ধুত্বের বরফ দ্বারা হিংসার আগুনকে নিভিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন।

নিশ্চয় তিনি আল্লাহ-স্নেহশীল।

আল ওয়াদুদ এমন সত্তা যিনি তাঁর নবী রাসূলদেরকে এবং তাদের অনুসারীদের ভালবাসেন এবং তারাও আল্লাহ তা'আলাকে ভালোবাসেন। তিনি তাদের নিকট সর্বাধিক প্রিয়। আল্লাহপ্রেমে তাদের অন্তর পরিপূর্ণ। তাদের জিহ্বা তাঁর প্রশংসায় অবিচল থাকে এবং তাদের তন-মন সর্বদিক থেকে তাঁর প্রেম, ভালবাসা ও নিষ্ঠায় তারা মোহগ্রস্ত হয়ে পড়ে।

Tags: