আল-ওয়ারিস: আল্লাহ একমাত্র চূড়ান্ত মালিকানার অধিকারী

আল্লাহ একমাত্র চূড়ান্ত মালিকানার অধিকারী।

আল্লাহ একমাত্র চূড়ান্ত মালিকানার অধিকারী।

নিশ্চয় তিনি আল্লাহ একমাত্র চূড়ান্ত মালিকানার অধিকারী। আল্লাহ তা'আলা বলেন: {আমিই জীবনদান করি, মৃত্যুদান করি এবং আমিই চূড়ান্ত মালিকানার অধিকারী।}[সূরা: আল-হিজ্‌র, আয়াত: ২৩]

তিনি উত্তরাধিকারী।

যিনি জমীনে ও জমীনের উপরের সবকিছুর স্বত্ত্বাধিকারী ও মালিক। তিনি ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না।

তিনি উত্তরাধিকারী।

যিনি সৃষ্টিকুল ধ্বংসের পরও নিজের পূর্ণাঙ্গ রাজত্ব নিয়ে বিদ্যমান থাকবেন। সুতরাং সকল রাজত্ব তাঁর রাজত্বের দিকেই প্রত্যাবর্তন করবে। তিনি অত্যাচার ও সীমালঙ্ঘন থেকে সতর্ক করেন।

তিনি উত্তরাধিকারী।

তিনি বান্দাকে তাঁর পথে ব্যয় করতে উৎসাহিত করেন। কেননা সম্পদ হলো সাময়ীক-ধারকরা বস্তুর ন্যয়, জীবনও অস্থায়ী। চূড়ান্ত মালিকানার অধিকারী আল্লাহর দিকেই সবকিছুকে প্রত্যাবর্তন করতে হবে।

তিনি উত্তরাধিকারী।

তিনি বান্দাদেরকে তাঁর অকৃতজ্ঞতার ব্যাপারে সতর্ক করেন। মূলত নেয়ামতের উৎস তিনিই। আর পরিণতিতে তাঁর দিকেই ফিরতে হবে।

তিনি উত্তরাধিকারী।

জমিন ও জমিনের উপরের সবকিছুর তিনি উত্তরাধিকারী হবেন। বিদ্যমান সবকিছুই যথাসময়ে ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং তিনিই চূড়ান্ত ও প্রকৃত মালিকানার অধিকারী। {অবশেষে আমিই মালিক রয়েছি।}[সূরা: আল ক্বসাস, আয়াত: ৫৮।]

নিশ্চয় তিনি আল্লাহ একমাত্র চূড়ান্ত মালিকানার অধিকারী



Tags: