আছ্-ছমাদ: আল্লাহ স্বয়ংসমৃদ্ধ, সকলেই তাঁর মুখাপেক্ষী

আল্লাহ স্বয়ংসমৃদ্ধ, সকলেই তার মুখাপেক্ষী।

আল্লাহ স্বয়ংসমৃদ্ধ, সকলেই তাঁর মুখাপেক্ষী।

তিনি স্বয়ংসমৃদ্ধ। যার কাছে সমস্ত সৃষ্টিজীব, তাদের সকল প্রয়োজনে এবং সর্বাবস্থায় প্রার্থনা করে। কেননা তিনিই আপন সত্তা, গুনাবলী ও নাম এবং কর্মে পূরিপূর্ণ ও স্বয়ংসমৃদ্ধ।

নিশ্চয় তিনি আল্লাহ অমুখাপেক্ষী। {বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী}
[সূরা: আল-ইখলাস, আয়াত: ১- ২]

তিনি স্বয়ংসমৃদ্ধ।

যিনি আপন নাম ও গুণসমূহে পরিপূর্ণ। সুতরাং কোন অসম্পূর্ণতা ও অক্ষমতা তাঁকে স্পর্শ করতে পারে না।

তিনি স্বয়ংসমৃদ্ধ।

তিনি এমন ধনী, সকলেই যার মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন। {যিনি সবাইকে আহার্য দান করেন ও তাঁকে কেউ আহার্য দান করে না।}
[সূরা: আল আন’আম, আয়াত: ১৪]

তিনি অমুখাপেক্ষী।

তিনি ব্যবস্থাপক, প্রতিপালক, কর্তৃত্বশীল অধিপতি।

তিনি অমুখাপেক্ষী।

অন্তরসমূহ যাবতীয় প্রয়োজনে তাঁর অভিমুখী হয়। তিনি তাদেরকে দান করেন। তিনি নিরাশ করেন না। মানুষ বিপদে-আপদে তাঁকে ডাকে। তিনি বিপদ দূর করেন এবং ডাকে সাড়া দেন। দিশাহীন লোকেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, তিনি তাদের দিশা দেন। ভীত লোকেরা তাঁর কাছে অনুনয় করে, তিনি তাদের প্রশান্ত ও নিরাপদ করেন। একত্ববাদে বিশ্বাসীরা তাঁর কাছে আশা ব্যক্ত করে, তিনি তাদের আশা পূরণ করেন। বিপদগ্রস্ত লোক তাঁর কাছে প্রার্থনা করে তিনি তাদের বিপদ থেকে মুক্তি দেন।

নিশ্চয় তিনি আল্লাহ, অমুখাপেক্ষী।



Tags: