নিশ্চয় তিনি আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, প্রতাপশালী।
মানব দানব সকলের উপর ক্ষমতাধর। আল্লাহ তা'আলা বলেন:
{তিনিই পরাক্রান্ত স্বীয় বান্দাদের উপর। তিনিই জ্ঞানময়, সর্বজ্ঞ।}
[সূরা: আল-আন’আম, আয়াত: ১৮।]
তিনি মহাপরাক্রান্ত।
আল্লাহদ্রোহী ও অহংকারীদের তিনি শ্রেষ্ঠতর প্রমাণ দিয়ে পরাভূত করেন। সুমহান গুণাবলী, সুন্দর নামসমূহ এবং প্রভুত্বে তাঁর একক অধিকারকে অকাট্য দলীল-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করেন।
তিনি মহাপরাক্রান্ত।
অত্যাচারী, বিদ্রোহী ও অহংকারীদের পরাভূতকারী। তাঁর প্রতিপালক ও একমাত্র ইবাদাতের হকদার এবং সুন্দরতম নাম ও গুণাবলীর অধিকারী হওয়ার স্বপক্ষে সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠা করেছেন।
তিনি মহাপরাক্রান্ত।
তিনি অত্যাচারী, বিদ্রোহী ও অহংকারীদের পরাভূতকারী। তাদের ইচ্ছা না থাকা সত্বেও তাদেরকে হাশরের ময়দানে একত্রিত করবেন, উপস্থিত হতে বাধ্য করবেন। {এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে}
[সূরা: ইবরাহীম, আয়াত: ৪৮।]
তিনি মহাপরাক্রান্ত।
তাঁর ইচ্ছা অবধারীতভাবে বাস্তবায়িত হয়। যত বড়ই হোক না কেন, সৃষ্টজীবের কেউ তা ঠেকাতে পারে না। অভিনব ও তুলনাহীন সৃষ্টিকর্তা তিনি। সৃষ্টির ক্ষমতা যতদূরই পৌঁছুক না কেন, তাঁর সৃষ্টির দৃষ্টান্ত উপস্থাপনে অক্ষম। যতই সুন্দর ও চমৎকার বর্ণনায় পারদর্শী হোক না কেন, তাঁর সৃষ্টির অভিনবত্বের বর্ণনা দিতে সকল বাগ্মীগণ অক্ষম।
নিশ্চয় তিনি আল্লাহ মহাপরাক্রান্ত, সকলের উপর তিনি ক্ষমতাবান।