নিশ্চয় তিনি আল্লাহ, চিরঞ্জীব, চিরন্তন। {আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক।}[সূরা: আলে-ইমরান, আয়াত: ২]
নিশ্চয় তিনি আল্লাহ, সবকিছুর ধারক। {আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক।}[সূরা: আলে-ইমরান, আয়াত: ২]
তিনি চিরঞ্জীব।
তিনি চিরস্থায়ী জীবনের অধিকারী, সুতরাং তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি ব্যতীত সব কিছুই তাঁর নিকট মুখাপেক্ষী। তাঁর পবিত্র সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংসশীল।
তিনি অবিনশ্বর।
তিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত। তিনি কোন বস্তুর মুখাপেক্ষী নন।
তিনি সব কিছুর ধারক।।
তিনি প্রতিটি মানুষের জীবনাচারণ ধারণ করে রাখেন। তিনি তাদের কর্ম, অবস্থা, উক্তি, নেক আমল এবং বদ আমলসমূহের সংরক্ষণকারী এবং আখেরাতে এর ভিত্তিতে তাদের প্রতিদান দান করবেন।
তিনি সব কিছুর ধারক।
তিনি তাঁর বান্দাদের কর্মের হিসাবরক্ষক।
তিনি সব কিছুর ধারক।।
তিনি তাঁর সৃষ্টির জীবন, রিযিক, তাদের অবস্থান পরিবর্তন এবং নিয়ন্ত্রণের কর্তৃত্বের অধিকারী।
তিনি অনন্ত, অবিনশ্বর।
তিনি চিরস্থায়ী, তাঁর কোন শেষ নেই। তিনি সুমহান মর্যাদার অধিকারী এবং মহা পবিত্র।
নিশ্চয় তিনি আল্লাহ! যিনি চিরস্থায়ী , চিরঞ্জীব।
তিনি চিরঞ্জীব। তিনি স্বভাবগতভাবে সকল উত্তম গুণাবলীর অধিকারী। তিনি অবিনশ্বর। তিনি পরাক্রমশালী আল্লাহ হিসেবে সকল গুণাবলীর অধিকারী।