আস-সালাম: আল্লাহ নিরাপত্তা বিধায়ক

আল্লাহ-নিরাপত্তা বিধায়ক।

আল্লাহ-নিরাপত্তা বিধায়ক।

নিশ্চয় আল্লাহ নিরাপত্তা বিধায়ক।

আল্লাহ একমাত্র শান্তিদাতা, শান্তি তাঁর পক্ষ থেকেই আসে। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার মধ্যেই বান্দার শান্তি নিহিত। তাঁর তাওফীক ছাড়া কারো মুক্তি মিলতে পারে না।

নিশ্চয় তিনি সকল দোষত্রুটি থেকে মুক্ত।

তিনি সর্ব প্রকার ত্রুটি ও অসম্পূর্ণতা থেকে মুক্ত। তিনিই সৃষ্টজীবকে যাবতীয় বিপদ ও ক্ষতি থেকে রক্ষাকারী।

নিশ্চয় তিনি নিরাপত্তা বিধায়ক।

তাঁর যাবতীয় গুণাবলী সৃষ্টজীবের সাথে সাদৃশ্য হওয়া থেকে পবিত্র। সর্বপ্রকার অসম্পূর্ণতা অক্ষমতা থেকে নিরাপদ। তাঁর জ্ঞান পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ। তাঁর ন্যায়বিচার সর্বব্যাপী ও পূর্ণাঙ্গ। তাঁর মালিকানা পরিপূর্ণ ও নিরাপদ। তাঁর নির্দেশ ত্রুটিমুক্ত। তাঁর বিচার ত্রুটিহীন। তাঁর কর্ম নির্দোষ। শান্তিদাতা তিনিই। তাঁর থেকেই শান্তি আসে। তিনি সুউচ্চ; মহত্ব ও মহানুভবতার অধিকারী।

আল্লাহ পাক উভয় জগতেই আপন বান্দাদের জন্য শান্তি নির্ধারণ করেছেন।{ইব্রাহীমের প্রতি শান্তি বর্ষিত হোক।}
[সূরা: আস-সাফফাত, আয়াত: ১০৯।]

{মূসা এবং হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক}

[সূরা: আস-সাফফাত, আয়াত: ১২০।]

{প্রেরিত রাসূলদের প্রতি শান্তি বর্ষিত হোক}

[সূরা: আস-সাফফাত, আয়াত: ১৮১]

অপর এক আয়াতে আল্লাহ বলেন: {(বলা হবে:) এগুলোতে (জান্নাতে) নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ কর।}[সূরা: আলহিজ্‌র, আয়াত: ৪৬]

নিরাপত্তাদাতা।

অর্থাৎ তিনি এমন পরিপূর্ণ নিরাপত্তা দান করবেন-যারপর কোন ভয় থাকবে না এবং এমন ব্যাপক ক্ষমা করবেন, যার পরে কোন শঙ্কা থাকবে না।

তিনিই শান্তিময়। তাঁর কাছ থেকেই শান্তি আসে।

নিশ্চয়ই আল্লাহ শান্তিময়।



Tags: