নিশ্চয় সুমহান আল্লাহ অতিশয় সুন্দর।
হে আল্লাহ! আমরা আপনার মহিমান্বিত সত্তাকে অবলোকনের স্বাদ আস্বাদনের প্রার্থনা করছি এবং আপনার স্বাক্ষাতের জন্য ব্যাকুলতা প্রার্থনা করছি।
তিনি অতিশয় সুন্দর।
তাঁর গুণাবলী ও নামসমূহ সর্বোৎকৃষ্ট এবং তাঁর গুণাবলী পরিপূর্ণ।
তিনি অতিশয় সুন্দর।
পূর্ণতর নামসমূহের সৌন্দর্য এবং পূর্ণতর গুণাবলীর সৌন্দর্য ও সাধারণ পূর্ণতার সৌন্দর্যের অধিকারী তিনি। {আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম।}
[সূরা: আনআ’ম, আয়াত: ১১৫]
তিনি ঐ সত্তা যিনি তাঁর সমস্ত সৃষ্টিকে সুন্দর করেছেন।
তিনি অতিশয় সুন্দর।
তাঁর সৃজিত বস্তুর সৌন্দর্য, তাঁর বড়ত্ব ও সৌন্দর্যের প্রমাণ। সুতরাং বিবেক সমূহ তাঁর সৌন্দর্য পরিবেষ্টন করতে পারবে না, এবং কোন বুঝ-শক্তি তাঁর গুন-বৈশিষ্ট্যের সীমানা আবিস্কার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: «'আমরা আপনার পরিপূর্ণ প্রশংসা করতে সক্ষম নই, যেমনটি আপনি নিজের সম্পর্কে করেছেন।» (-মুসলিম।)
তিনি অতিশয় সুন্দর।
তিনি তাঁর সৃষ্টিকে সৌন্দর্য দান করেছেন, এবং তাঁর ব্যাপারে তাদের সুন্দর ধারণা দিয়েছেন।
হে সুন্দরতম! আপনি সুন্দরকে পছন্দ করেন। আপনি ঈমানের দ্বারা আমাদের অন্তরসমূহকে সুশোভিত করে দিন এবং আমাদের আখলাককে সৌন্দর্যমণ্ডিত করে দিন। আমাদের বাহিরকেও করে দিন সৌন্দর্যময়।
নিশ্চয় আল্লাহ অতিশয় সুন্দর।