নিশ্চয় তিনি আল্লাহ গৌরবময়, সর্বাধিক বড়ত্বের অধিকারী, সর্বোচ্চ সম্মানিত।
নিশ্চয়ই তিনি গৌরব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ও মহত্বের বৈশিষ্ট্যে মণ্ডিত। যিনি বৃহত্তর, মহিমান্বিত, মহত্তম ও উচ্চতর। আল্লাহর খাঁটি বান্দাদের অন্তরে রয়েছে তাঁর মহত্ত্ব ও বড়ত্ব। তাদের অন্তরসমূহে তাঁর বড়ত্ব ও মহত্ত্বে পরিপূর্ণ। তারা তাঁর সামনে বিনীত হয়, তাঁর বড়ত্বের সামনে অবনত হয়।
হে মহান সত্তা আমরা আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আপনি কতই না মহান। আল্লাহ তা'আলা বলেন: {অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।}[সূরা: আল ওয়াকিয়াহ, আয়াত: ৯৬]
হে সর্বাধিক বড়ত্বের অধিকারী, সর্বোচ্চ মর্যাদাবান এবং সর্বোচ্চ মহত্ব ও মহানুভবতার অধিকারী সত্তা। আমরা আপনার যথাযথ প্রশংসা করা ও আপনার মহত্বের যথার্থ গুণকীর্তন করতে অক্ষম।
তাঁর পবিত্র সুউচ্চ সত্তায় তিনি মহিয়ান। তাঁর নাম ও গুণসমূহে তিনি গরিয়ান। {কিছুই তাঁর মত নয়।}[সূরা: আশ শুরা, আয়াত: ১১]
তিনি মহত্ব ও শ্রেষ্ঠত্বের অধিকারী। যে তাঁর গুণ নিয়ে তাঁর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয় তিনি তাকে চূর্ণ-বিচূর্ণ করে দেন। যেমন আল্লাহ তা'আলা হাদীসে কুদসীতে বলেন: «অহংকার ও বড়ত্ব আমার চাদর। শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব আমার পরিধেয়। যে এ দুটির যে কোন একটির সাথে টানাটানি করে আমি তাকে আগুনে নিক্ষেপ করি।» (-আহমাদ।)
নিশ্চয় তিনি আল্লাহ গৌরবময়, সর্বাধিক বড়ত্বের অধিকারী, সর্বোচ্চ সম্মানিত।