আল-ওয়াসী: আল্লাহ অসীম-মহা প্রশস্ত

তিনি অসীম-মহা প্রশস্ত।

তিনি অসীম-মহা প্রশস্ত।

নিশ্চয় আল্লাহ তিনি অসীম-মহা প্রশস্ত।{নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। [সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ১১৫]

তিনি সর্বব্যাপী।

তিনি এমন দাতা, যেকোন প্রার্থিত বিষয়ই তাঁর ব্যাপ্তির অধীনে।

তিনি অসীম।

তাঁর গুণাবলীর মধ্যে তিনি পরিপূর্ণ। তাঁর নামসমূহে তিনি মহান। তাঁর প্রশংসা এত অধিক যা গণনায় শেষ হবে না। তিনি দয়া, বদান্যতা, অনুগ্রহ, রাজত্ব, স্বত্ত্বাধিকার এবং বড়ত্বে মহা প্রশস্ত ও অসীম।

তিনি পরিব্যাপ্তকারী।

তিনি তাঁর সমস্ত সৃষ্টিকে দান, পর্যাপ্ততা, জ্ঞান, আয়ত্ব, সংরক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যাপারে পরিব্যাপ্ত করেছেন।

তিনি সর্বব্যাপী।

আল-ওয়াসী এমন সত্তা যার শ্রবণশক্তি সর্বব্যাপী তথা সবকিছুকেই শামিল করে এবং তাঁর নিকট কোন ভাষা দুর্বোধ্য কিংবা ভাষা সমূহ তার কাছে মিশে একাকার হয়ে যায় না।

তিনি অসীম।

তিনি তাঁর বান্দাদের জন্য তাঁর মনোনীত ধর্ম ও ইবাদাতকে সহজ করে দিয়েছেন। আর তাদের জন্য দ্বীনকে প্রশস্ত করে দিয়েছেন।

নিশ্চয় আল্লাহ অসীম।



Tags: