আল-মালিক: আল্লাহ মালিক, বাদশাহ, একচ্ছত্র অধিপতি

আল্লাহ তা'আলা মালিক, বাদশাহ, একচ্ছত্র অধিপতি।

আল্লাহ তা'আলা মালিক, বাদশাহ, একচ্ছত্র অধিপতি।

একচ্ছত্র অধিপতি ঐ সত্তা যিনি সমস্ত রাজত্বের একক অধিকারী। সুতরাং তিনি রাজাধিরাজের বিশেষণের অধিকারী। আর এটি বড়ত্ব, প্রভাবশালীত্ব প্রকাশক একটি গুণ। তিনি এমন সত্তা যার সৃষ্টি করা এবং নির্দেশ জারি ও প্রতিদান দেয়ার নিরঙ্কুশ অধিকার রয়েছে। নভোমণ্ডল ও ভূমণ্ডল তাঁরই, সব কিছুই তাঁর বান্দা ও মালিকানাধীন, তাঁরই অনুগত।

নিশ্চয় তিনি আল্লাহ, একচ্ছত্র অধিপতি। {তিনিই একমাত্র মালিক, পবিত্র}[সূরা: আল-হাশর, আয়াত: ২৩]

তিনি মালিক (অধিপতি)।

তিনি বড় ও মহান। বান্দার কর্মসমূহ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। সুতরাং সমগ্র সৃষ্টি তাঁর দাস ও অনুগত। তিনি তাদের অধিপতি ও মালিক।

তাঁর জন্যই সমস্ত রাজত্ব। এমন কোন রাজা বা নেতা নেই যে তাঁর অধীনে নয়। আসমান ও জমিনে এমন কোন কল্যাণ নেই যা তাঁর দান ও অনুগ্রহ নয়। আল্লাহ তা'আলা বলেন: {আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর|}[সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ২৫৫]

তিনি মালিক (অধিপতি)।

অগণিত তাঁর দান, বান্দাদের প্রতি অঢেল দানের কারণে তাঁর রাজত্বে সামান্যতম ঘাটতি হয় না এবং কোন কাজ তাঁকে অপর কোন কাজ থেকে বিরত কিংবা বিস্মৃত রাখতে পারে না। সহীহ হাদীসে কুদসীতে আছে: «যদি তোমাদের পূর্বের-পরের, মানুষ ও জিনদের সকলে একটি ভূমিতে দাড়িয়ে আমার কাছে সকলের আর্জি পেশ করতে থাকে এবং আমি একে একে সকলের চাওয়া পূরণ করি, তবে সমুদ্রের মাঝে ডুবানো সুঁইয়ের মাথায় আসা পানি সমুদ্রের পানিকে যতটুকু কমাতে সক্ষম হবে, আমার সমৃদ্ধিতে ততটুকুই কেবল কমবে।» (- মুসলিম শরিফ।)

তিনি মালিক (অধিপতি)।

তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। আল্লাহ বলেন: {বলুন ইয়া আল্লাহ! তুমিই সার্ব ভম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর, এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান কর, আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।}[সূরা: আলে ইমরান, আয়াত: ২৬]

তিনি মালিক (অধিপতি)।

তিনি তাঁর সৃষ্টির একচ্ছত্র অধিপতি। ইহ ও পরকালের কর্মপরিচালনাকারী। অতএব সকলকেই তাঁর প্রতি অনুরক্ত হতে হবে। তাঁর কাছেই আশ্রয় গ্রহণ ও ফরিয়াদ করতে হবে। দোয়া, কাকুতি-মিনতি, অনুনয়-বিনয় করে তাঁর কাছেই প্রার্থনা করতে হবে।

তিনি আল্লাহ, তিনিই বাদশা, সব কিছুর অধিকারী, একচ্ছত্র অধিপতি।



Tags: