নিশ্চয় আল্লাহ সংকোচনকারী, সম্প্রসারণকারী।
আল্লাহ সংকোচনকারী।
তিনি কারো কারো রিযিক সংকীর্ণ করে তাদের পরীক্ষা করেন। কতক লোককে রিযিক থেকে বঞ্চিত করে পরাভূত করেন। কতক লোককে রিযিকের নিশ্চয়তা দিয়ে তাদেরকে মর্যাদায় ভূষিত করেন।
আল্লাহ সম্প্রসারণকারী।
তিনি রিযিক সম্প্রসারিত করেন। আত্মিক জ্ঞান বৃদ্ধি করেন। তবে এই সংকোচন ও সম্প্রসারণ তাঁর হেকমত, রহমত, দয়া, অনুগ্রহের চাহিদা বিশেষ।
নিশ্চয় আল্লাহ সংকোচনকারী, সম্প্রসারণকারী।