নিশ্চয় তিনি আল্লাহ মহান, উচ্চতর; মহামহিম।
মহান, উচ্চতর; মহামহিম।
তিনি সর্বদিক দিয়ে সুউচ্চ মর্যাদার অধিকারী। তাঁর সত্তা সুউচ্চ, তাঁর মর্যাদা সুউচ্চ, তাঁর গুণাবলী সুমহান, তাঁর প্রতাপ সবকিছুর ঊর্ধে। {তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।}
[সূরা: আল-বাক্বারাহ, আয়াত: ২৫৫]
মহান আরশে তিনি সমাসীন। শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহত্ব, সৌন্দর্য ও পরমপূর্ণতা ইত্যাদি সকল গুণে তিনি গুণান্বিত। এসব গুণাবলীর উৎকর্ষতার শেষ সীমানা হলেন স্বয়ং আল্লাহ।
তিনি সুমহান, উচ্চতর।
তিনি সকল অসঙ্গত বিশেষণ থেকে ঊর্ধ্বে এবং সকল অসম্পূর্ণতা ও ত্রুটি থেকে মুক্ত। তাঁর সত্তা, গুণাবলী ও ক্ষমতা সমুন্নত।
নিশ্চয়ই আল্লাহ মহান, উচ্চতর; মহামহিম।