আল-মুক্বীত: আল্লাহ খাদ্যদাতা

আল্লাহ ভরণ-পোষণ দানকারী ও খাদ্যদাতা।

আল্লাহ ভরণ-পোষণ দানকারী ও খাদ্যদাতা।

নিশ্চয় তিনি আল্লাহ একমাত্র ভরণ-পোষণ দানকারী ও খাদ্যদাতা। {নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব-নিকাশ গ্রহণকারী}[সূরা: আন-নিসা, আয়াত: ৮৫]

ভরন-পোষণ দানকারী ও মহান খাদ্যদাতা।

যিনি সৃষ্টকুলকে আহার্য পৌঁছান। তাদের জীবনধারণের উপকরণ সৃষ্টি করেন। পিপাসা ও ক্ষুধা নিবারণ এবং জীবনকে সুখময় করার যাবতীয় মৌলিক উপাদান সৃষ্টি করেন।

আল্লাহ একমাত্র মহান খাদ্যদাতা।

যিনি জ্ঞান বিজ্ঞানের বিচিত্র সম্ভার দিয়ে অন্তারাত্মাসমূহের খাদ্য যোগান। ফলে আত্মাসমূহ প্রাণশক্তি পায়, প্রফুল্ল হয়।

হে মহান সত্তা! যিনি সৃষ্টিকুলের প্রয়োজনীয় বিষয়াদির ব্যবস্থা করেন এবং তাদের জীবন-মরণের তত্ত্বাবধান করেন। আমরা আপনার কাছে আপনার আশ্রয় এবং ক্ষমা ও সুস্থতা কামনা করি। {নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব-নিকাশ গ্রহণকারী}
[সূরা নিসা, আয়াত নং-৮৫]

মহান খাদ্যদাতা। যিনি সকল অস্তিত্বশীল বস্তুর জন্য তার জীবনোপকরণ সর্বরাহ করেছেন এবং তাঁর সব সৃষ্টির কাছে রিযিক প্রেরণ করেন ও নিজ প্রজ্ঞা ও প্রশংসা দিয়ে যেভাবে চান তা বন্টন ও ব্যয় করেন।

Tags: