নিশ্চয় তিনি আল্লাহ প্রশংসিত।
আল্লাহ তাঁর সত্তা, কর্ম, কথা ও সৃষ্টিকুলের প্রেক্ষিতে প্রশংসার্হ্য। তিনি তাঁর সত্তা, কর্ম, বক্তব্য ও সৃষ্টিতে এমন বড়ত্ব বা গৌরবময়তার অধিকারী, যার প্রেক্ষিতে তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। সুতরাং এই মহাজগতে তিনি ছাড়া আর কেউ প্রশংসার উপযুক্ত নেই। তাই প্রশংসা ও পরিপূর্ণ স্তুতি একমাত্র তাঁরই জন্য নির্ধারিত।
আল্লাহ প্রশংসিত।
তিনি আপন সত্তা, নামসমূহ, গুণাবলী ও কর্মযজ্ঞে প্রশংসার উপযুক্ত। তাঁর রয়েছে সুন্দরতম নামসমূহ, পূর্ণতম গুণাবলী, পূর্ণতর ও শ্রেষ্ঠতম কর্ম। কেননা তাঁর কর্ম দয়া ও ন্যায়ের মাঝে আবর্তনশীল। সুতরাং হে প্রশংসিত! আপনি আমাদের প্রতি আপনার কিতাব অবতীর্ণ করেছেন, আপনার বড়ত্ব চিনিয়েছেন এবং আমাদের মাঝে আপনার রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এজন্য সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য নিবেদিত।
নিশ্চয় তিনি আল্লাহ, প্রশংসিত।