আল-মুহাইমিন, আল-মু'মিন: আল্লাহ নিরাপত্তা দানকারী

নিশ্চয়ই আল্লাহ নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী।

নিশ্চয়ই আল্লাহ নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী।

নিশ্চয়ই আল্লাহ নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ তা'আলা বলেন: {তিনিই আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’আলা তা থেকে পবিত্র।}
[সূরা: হাশ্‌র, আয়াত: ২৩]

আল্লাহ নিরাপত্তা বিধায়ক।

যিনি আপন বান্দাদের মাঝে শান্তি ছড়িয়ে দেন এবং সৃষ্টিজগতের মাঝে নিরাপত্তা বিধান করেন। আর ওহীর মাধ্যমে প্রশান্তি অবতীর্ণ করেন। {এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।}
[সূরা: কুরাইশ, আয়াত: ৪]

নিরাপত্তা বিধায়ক।

যিনি বিশ্বস্ত, পরিপূর্ণ রক্ষাণাবেক্ষণকারী, সৃষ্টিজীবের কর্মকাণ্ডের প্রত্যক্ষকারী।

নিরাপত্তা বিধায়ক।

তিনি কারো পূণ্য হ্রাস করেন না। কাউকে প্রাপ্যের অতিরিক্ত শাস্তি দেন না। মর্যাদা ও সম্মানের প্রাপ্তির তিনিই অধিক হকদার। বান্দাকে কল্যাণ ও অনুগ্রহ দানের তিনিই অধিক যোগ্য।

তিনি রক্ষক।

তিনি নিজ বান্দাদের রক্ষাণাবেক্ষণ করেন। তাদের নিয়ন্ত্রণ করেন। তাদের প্রতি লক্ষ্য রাখেন। তাদের কাজ কর্ম ও অবস্থা অবলোকন করেন। তারা তাঁর পর্যবেক্ষণ ও ক্ষমতার বেষ্টনীর মাঝেই অবস্থান করে। সব কিছুই তাঁর জন্য সহজ। সব কিছুই তাঁর মুখাপেক্ষী। {কোন কিছুই তাঁর মত নয়। এবং তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা।}[সূরা: আশ-শুরা, আয়াত: ১১]

নিশ্চয় আল্লাহ নিরাপত্তা বিধায়ক ও তত্ত্বাবধায়ক।

তিনি নিরাপত্তা বিধায়ক। পরিপূর্ণ মহত্ব ও সৌন্দর্য এবং পূর্ণতর গুণাবলী প্রসঙ্গে যিনি স্বয়ং নিজের প্রশংসা করেছেন এবং যিনি তাঁর রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাঁর কিতাবসমূহকে যাবতীয় নিদর্শন ও অকাট্য দলীল প্রমাণ দিয়ে নাযিল করেছেন। যথার্থ তদারককারী। যিনি সকল বিষয়ের গোপন রহস্য ও ভেদ সম্পর্কে জানেন। সব বিষয় যার জ্ঞানের আয়ত্বে রয়েছে।

Tags: