নিশ্চয় তিনি আল্লাহ- যিনি সর্বজ্ঞ, মহাজ্ঞাণী, পরিবেষ্টনকারী।
সর্বজ্ঞ, মহাজ্ঞাণী, পরিবেষ্টনকারী।
তিনি এমন সত্তা যার জ্ঞান পরিবেষ্টন করে নিয়েছে বাহ্যিক ও অভ্যন্তরীণ সবকিছুকে; গোপন ও প্রকাশ্যকে; সম্ভব, অসম্ভব এবং অপরিহার্য বিষয়াদীকে; ঊর্ধজগত ও নিন্মজগতকে; অতীত বর্তমান ও ভবিষ্যতকে। সুতরাং কোন বস্তুই তাঁর নিকট গোপন নেই।
তিনি সর্বজ্ঞ, মহাজ্ঞানী। আল্লাহ তা'আলা বলেন: {নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।}[ সূরা: লুকমান, আয়াত: ৩৪]
আল্লাহ সর্বজ্ঞ, মহাজ্ঞাণী, পরিবেষ্টনকারী। আল্লাহ তা'আলা বলেন: {নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে, তিনি তা জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপনে কর এবং যা প্রকাশ্যে কর। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত।}[সূরা: তাগাবুন, আয়াত: ৪]
সুতরাং তিনি সব কিছু জানেন। আল্লাহ তা'আলা বলেন: {আল্লাহ সপ্তাকাশ সৃষ্টি করেছেন, এবং পৃথিবীও সেই পরিমাণে, এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তাঁর গোচরীভূত।}[সূরা: তালাক, আয়াত: ১২]
আল্লাহ তা'আলা ইরশাদ করেন: {এবং সবকিছু তাঁর গোচরীভূত।}[সূরা: তালাক, আয়াত: ১২]
নিশ্চয় তিনি আল্লাহ! যিনি সর্বজ্ঞ, মহাজ্ঞাণী, পরিবেষ্টনকারী।