নিশ্চয় তিনি আল্লাহ সুস্পষ্টকারী প্রকাশক। {এবং তারা জানতে পারবে যে, অাল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।}[সূরা: আন-নূর, আয়াত: ২৫]
হে মহান সুস্পষ্টকারী-প্রকাশক! আমাদের সম্মুখে সত্যের পথ সুস্পষ্ট করে দিন এবং মিথ্যার সাথে সত্যকে গুলিয়ে ফেলা থেকে আমাদেরকে রক্ষা করুন হে প্রতিপালক।
আল্লাহ সত্য ও বস্তুর অন্তর্নিহিত রহস্য প্রকাশকারী। ফলে যাবতীয় সংশয় দূরীভূত হয়।
আল্লাহর একত্ব স্পষ্ট। নিঃসন্দেহে তাঁর কোন শরীক নেই।
আল্লাহ সুস্পষ্টকারী-প্রকাশক।
আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত যৌক্তিক ও শরয়ী প্রমাণ এবং ইন্দ্রিয়গ্রাহ্য ও আত্মিক প্রমাণ; সৃষ্টিকুলের প্রতি বদান্যতা তাঁর সুমহান অস্তিত্ব ও বিরাট কর্তৃত্বকে সুস্পষ্টভাবে প্রমাণিত করেছে।
আল্লাহ সুস্পষ্টকারী-প্রকাশক।
যিনি সুস্পষ্ট কিতাবসহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তাঁর বান্দাদের সামনে সত্যের রাজপথকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন: {তোমাদের কাছে একটি উজ্জল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জল গ্রন্থ।}[সূরা: আল-মায়িদাহ, আয়াত: ১৫]
মহান আল্লাহ বান্দাদের সৌভাগ্যের পথ স্পষ্ট করে বাতলে দিয়েছেন। এ সফলতাকে জুড়ে দিয়েছেন তাঁর আনুগত্য ও একত্ববাদ স্বীকার করে নেয়ার পথে।
নিশ্চয় আল্লাহ স্পষ্ট প্রকাশক।