নিশ্চয় তিনি আল্লাহ, তওবা কবুলকারী।
{নিঃসন্দেহে আল্লাহ দয়াময় করুণাশীল।}
[সূরা: আত-তাওবাহ, আয়াত: ১১৮।]
তিনি তওবা কবুলকারী।
যিনি পরম অনুগ্রহে আপন বান্দাদের জন্য তওবার বিধান রেখেছেন; বরং এর চেয়ে বড় কিছুরও প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা হলো: তিনি গুনাহকে পূণ্যে পরিবর্তিত করার ওয়াদা করেছেন।
তিনি তওবার তৌফিক দানকারী।
তিনি বান্দাদের তওবার উপর অটল থাকার শক্তি দেন এবং কষ্ট সহ্য করার ক্ষমতা দেন।
তিনি তওবার তৌফিকদাতা।
যিনি বান্দাদের তওবার তৌফিক দান করেন, তওবার প্রতি উৎসাহিত করেন, তওবার দিকে ধাবিত করেন।
তিনি তওবা কবুলকারী।
যিনি বান্দাদের তওবা কবুল করেন, তওবার উপর অটল রাখেন, মর্যাদা বুলন্দ করেন, গুনাহ মার্জনা করেন। তিনি কতই না মহান!
নিশ্চয় তিনি আল্লাহ, তওবা কবুলকারী।