আল-মুতী, আল-মানিই: আল্লাহ দাতা ও প্রতিরোধকারী

আল্লাহ তা'আলা একাধারে দাতা ও প্রতিরোধকারী।

আল্লাহ তা'আলা একাধারে দাতা ও প্রতিরোধকারী।

নিশ্চয় আল্লাহ দাতা, প্রতিরোধকারী।

আল্লাহ দাতা ও প্রতিরোধকারী।

তিনি দিতে চাইলে বাধাদানকারী কেউ নেই। তিনি না দিতে চাইলে দেয়ার কেউ নেই। সমস্ত কল্যাণ ও উপকার তাঁর কাছেই চাওয়া হয়। তিনিই সব প্রত্যাশার কেন্দ্র। তিনি নিজ প্রজ্ঞা অনুযায়ী যাকে ইচ্ছা দান করেন এবং যাকে ইচ্ছা বঞ্চিত করেন।

হে সম্প্রসারণকারী! আপনার রহমত আমাদের জন্য সম্প্রসারিত করুন। আপনি আমাদেরকে আপনার নেয়ামত দান করুন। অকল্যাণ থেকে আমাদের দূরে রাখুন। অকল্যাণ ও ক্ষতি প্রতিহত করুন।

নিশ্চয় আল্লাহ দাতা, প্রতিরোধকারী।

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যেমন তিনি নিজের গুনকীর্তন করেছেন। সৃষ্টির জন্য সাব্যস্ত হওয়া গুণ থেকে তিনি অনেক ঊর্ধ্বে।

-ইমাম শাফেয়ী।



Tags: