নিশ্চয় তিনি আল্লাহ, মহা পবিত্র।
স্বীয় মহিমায় তিনি পূত-পবিত্র। তাঁর প্রশংসা সুউচ্চ। তাঁর নেয়ামতরাজি মহান। আল্লাহ তা'আলা বলেন: {তিনিই আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি।}
[সূরা: আল-হাশর, আয়াত: ২৩]
তিনি মহা পবিত্র ও নিষ্কলুষ। আত্মা ও ফেরেশতাগণের প্রতিপালক। সুতরাং নিষ্কলুষ অধিপতি পবিত্রতম সত্তা।
তিনি শান্তি দাতা, পবিত্র। তিনি মহান। সর্বপ্রকার ত্রুটি থেকে মুক্ত। সৃষ্টির কেউ তাঁর সমকক্ষ নয়। তিনি সমস্ত দোষ থেকে মুক্ত। সিফাতে কামালের ক্ষেত্রে কেউ তাঁর সমকক্ষ বা নিকটবর্তী নয়।নিশ্চয় তিনি মহাপবিত্র আল্লাহ।
তিনি সর্বপ্রকার দোষ-ত্রুটি থেকে পবিত্র ও নিষ্কলুষ। তিনি এমন গুণ থেকে পবিত্র যা তাঁর সাথে সামঞ্জস্য নয়। সর্বোপরি তিনি মহিয়ান।
নিশ্চয় তিনি মহাপবিত্র আল্লাহ।
তিনি সৌন্দর্য, বড়ত্ব এবং পরিপূর্ণতার গুণে গুণান্বিত। তিনি সর্বপ্রকার দোষ-ত্রুটি থেকে মুক্ত। তাঁর সমকক্ষ কেউ নেই। তাঁর পরিপূর্ণতার কোন উপমা নেই। তাঁর নাম ও গুণাবলীসমূহের সীমারেখায় কেউ পৌঁছতে পারবে না।
নিশ্চয় তিনি মহাপবিত্র আল্লাহ।
'কুদ্দুস' এমন সত্তা অন্তর অকপটে যার পবিত্রতা বর্ণনা করে এবং তাঁকে সব আরজি ও আশা পূরণের কেন্দ্র মনে করে। জিহ্ববা যার অনবরত পবিত্রতা বর্ণনা করে, আর তাই জিহ্ববা অনন্তর তাসবীহ পাঠ করে।
নিশ্চয় তিনি মহাপবিত্র আল্লাহ।
'কুদ্দুস' এমন সত্তা যিনি বরকত দানকারী এবং দাতা। মহত্ত্ব ও প্রশংসার অধিকারী। বরকত তাঁর কাছ থেকেই অবতীর্ণ হয়, বরকত তাঁর কাছেই লাভ করা যায়। তিনিই তাঁর বান্দাকে বরকত দান করেন। তাকে বরকতময় নেয়ামত ও পুরস্কারে ভূষিত করেন।
নিশ্চয় তিনি মহাপবিত্র আল্লাহ।