নিশ্চয় তিনি আল্লাহ সূক্ষ্ম।{আমার পালনকর্তা যা চান, সম্পন্ন করেন}[সূরা: ইউসুফ, আয়াত: ১০০।]
তিনি সূক্ষ্মদর্শী।
যিনি দয়া, মমতা ও স্নেহবশত এক সৃষ্টজীবকে অন্য সৃষ্টজীবের অনুগত করে দেন।
তিনি সূক্ষ্মদর্শী।
যিনি অগণিত পূণ্য, অসংখ্য দান ও অনুগ্রহ প্রদানকারী।
তিনি সূক্ষ্মদর্শী।
আপন বান্দাদের প্রতি অতি দয়ালু।{নিশ্চয় আল্লাহ আপন বান্দাদের প্রতি অতি দয়ালু}
[সূরা: আশ-শুরা, আয়াত: ১৯।]
দ্বীন ও দুনিয়ার জন্য যা কল্যাণকর বান্দাকে তা দান করেন এবং যা তাদের দ্বীন ও দুনিয়ার জন্য অকল্যাণকর তা থেকে তাদেরকে দূরে রাখেন।
আল্লাহ সূক্ষ্মদর্শী।
কোন দৃষ্টি তাঁকে ধারণ করতে পারে না, কিন্তু সকল দৃষ্টি তাঁর আয়ত্তাধীন। আল্লাহ তা'আলা বলেন: {দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ।}[সূরা: আল-আন’আম, আয়াত: ১০৩]
তিনি সূক্ষ্মদর্শী।
তিনি বস্তু সমূহের গোপন রহস্য জানেন। যেকোন কাজের সূক্ষ্মতিসূক্ষ্ম বিষয়ও তাঁর আয়ত্বে রয়েছে। রাতে বা দিনে কোন সময়েই কোন জিনিস তাঁর অগোচরে নেই। বান্দাদের জন্য যা কিছু কল্যাণকর এবং এর মাঝে কোনটা ক্ষুদ্র কোনটা মহান তা তিনি জানেন। তিনি তাদের প্রতি অত্যন্ত দয়াবান।
তিনি সূক্ষ্মদর্শী।
তিনি যখন কোন ফয়সালা করেন তখন বান্দার প্রতি দয়াপরবশ থাকেন। ভাগ্যের লিখনের পর কষ্টে পতিত হলে তিনি সহায় হন। যখন সকল পথ বন্ধ হয়ে যায় এবং বিপদে আপতিত হয়, তখন তিনি তাদের জন্য প্রশান্তির দুয়ার খুলে দেন। তাদের কঠিনতম সঙ্কটকেও তিনি সহজ করে দেন।
নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী।
তিনি সূক্ষ্মদর্শী। যাবতীয় গোপন ভেদ ও রহস্য তাঁর জ্ঞানের আওতাধীন। সকল গোপন বস্তু, অপ্রকাশ্য বিষয় ও সূক্ষ্ম বিষয়াবলী সম্পর্কে তিনি অবগত। যা উপকারী তা তিনি মুমিনদের কাছে পৌঁছে দেন এমন সুকৌশলে এবং এমন সব উপায়ে যা, তারা ধারণাই করতে পারে না।