আল-বাছীর, আস-সামিই: আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা

আল্লাহ একমাত্র সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

আল্লাহ একমাত্র সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

নিশ্চয় তিনি আল্লাহ একমাত্র সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা

হে সর্বশ্রোতা! আমাদের প্রার্থনা শুনুন এবং ডাকে সাড়া দিন। আপনিই আমাদের যাবতীয় কর্ম, ত্রুটি বিচ্যুতি ও প্রয়োজন সম্পর্কে সম্যক দৃষ্টি রাখেন।

আল্লাহ সর্বশ্রোতা।

ক্ষুদ্র বিকট সব ধরনের শব্দ তিনি শুনতে পান। কোন শব্দ শুনতে অপর শব্দ তাঁর জন্য অন্তরায় হয় না। এক প্রার্থনাকারীর ডাকে সাড়া দিতে গিয়ে আরেক প্রার্থনাকারীকে তিনি ভুলে যান না।

তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আপনার কথা তিনি শোনেন। তাই নিজেকে সংযত রাখুন। আপনার দুআ তিনি শ্রবণ করেন। সুতরাং আপনার প্রতিপালকের কাছে অনুনয় বিনয় করুন। তিনি আপনার সব কর্মকাণ্ড অবলোকন করেন। তাঁর কাছে কোন বিষয় গোপন থাকে না। সুতরাং আপনি অনুগ্রহশীল হোন, আল্লাহ অনুগ্রহশীলদের ভালোবাসেন।

তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

ছোট থেকে ছোট, বড় থেকে বড় এবং রাতে বা দিনে লুকায়িত সব জিনিসই তিনি দেখতে পান।

তিনি সর্বশ্রোতা।

ভাষার বিভিন্নতা ও চাহিদার বিচিত্রতা সত্ত্বেও তিনি সব কথা শোনেন।

তিনি সর্বদ্রষ্টা।

নিকষ কালো রাতে নিঃশব্দে পাথরের উপর হাঁটতে থাকা কালো পিঁপড়ার পায়ের ক্ষীণতম আওয়াজ তিনি শুনতে পান। সপ্তম আসমানের উপর যা কিছু আছে তা যেমন দেখতে পান, তেমনি সপ্তম আসমানের নিচে যা কিছু আছে তাও তিনি দেখতে পান।

তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

কোন গোপন বস্তু তাঁর কাছে গোপন নয়। কেউই তাঁর দৃষ্টি থেকে আড়াল হয় না।

নিশ্চয় তিনি আল্লাহ একমাত্র সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।



Tags: